Animal Movie Free Download | Watch Animal Movie Online Free Watch Animal Movie Now Next Download Animal Movie Free Here
প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব নিক জোনাসের প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব নিক জোনাসের দশ বছরের ছোট নিক জোনাসের সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার । কদিন আগেও বন্ধুদের নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার সঙ্গে প্রিয়াঙ্কার পাশে ছিলেন নিক। এর পরপরই নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে তাদের একসঙ্গে ডিনার করতে দেখা গিয়েছে। যদিও প্রেমের বিষয়টি এখনো স্বীকার করেননি প্রিয়াঙ্কা বা নিক কেউই। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া প্রিয়াঙ্কার ছবির নিচে নিকের মন্তব্য গুঞ্জনে ঘি ঢেলে দিয়েছে। সম্প্রতি বন্ধুদের সঙ্গে বার্গার খাওয়ার একটি ছবি পোস্ট করেছিলে দেশি গার্ল খ্যাত প্রিয়াঙ্কা। ওই পোস্টে প্রিয়াঙ্কাকে হিন্দীতে ‘মুঝসে শাদি কারোগি’ লিখেছেন মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। প্রেমের ব্যাপারটাই খোলাসা হয়নি সেখানে বিয়ের প্রস্তাব দিয়ে দেওয়াটাকে ‘যা রটে তা কিছু হলেও ঘটে’র মতোই ধরে নিচ্ছেন প্রিয়াঙ্কা ভক্তরা।